Pages

Tuesday, August 20, 2013

Google অফিসিয়ালি ঘোষণা ও রিলিজ করলো Android 4.3 ভার্শন

San Francisco তে গুগল আজ (২৪ই জুলাই) রিলিজ ও ঘোষণা করলো Android 4.3 ভার্শন। এই ভার্শন এ নতুন কিছু আপডেট ও ভালো ফিচার দিয়েছে গুগল যা আপনার এন্ড্রয়েড অভিজ্ঞতায় আনবে এক নতুন ধারা। জদিও এই ভার্শন টির ইউজার ইন্টারফেস অনেকটা ৪,২ ভার্শন এর মতো তবে এর নতুন ফিচার এতে যোগ করেছে ভিন্ন মাত্রা। চলুন দেখি কি কি থাকছে এই নতুন  Android 4.3  ভার্শন এ।
7-24-2013 9-21-23 AM
নতুন যা যা এড হয়েছে এই ভার্শন এ —
  • Multi-user with restricted profiles – content control on the user level
  • Bluetooth Low Energy support
  • OpenGL ES 3.0
  • New DRM APIs – Netflix is the first to support it, full 1080p streaming
  • …a lot more new APIs
7-24-2013 9-24-09 AM
7-24-2013 9-26-20 AM
7-24-2013 9-26-39 AM
Android 4.3 অফিসিয়াল ভাবে লঞ্চ করার সময় রিলিজ করা হয়েছে নিউ নেক্সাক্স ৭ এ। এছারাও অফিসিয়াল ভাবে আপডেট পাচ্ছে Nexus 4, current Nexus 7, Nexus 10 এবং Galaxy Nexus এ আজ থেকে ভিবিন্য মডেল এ পাবে।

0 comments:

Post a Comment