Pages

Tuesday, August 27, 2013

কম্পিউটার সম্পর্কিত প্রথম কিছু কথা

কম্পিউটারের জনক – চার্লস ব্যাবেজ।
আধুনিক কম্পিউটারের জনক – জন ভন নিউম্য।
মাইক্রোকম্পিটারের জনক – হেনরি এডওয়ার্ড রবার্ট।
প্রথম ইলেকট্রনিক কম্পিউটার – মার্ক ১।
বাইনারি ভিত্তিক প্রথম ইলেকট্রনিক কম্পিউটার – এবিসি।
প্রথম পূর্ণাঙ্গ ইলেক্ট্রনিক কম্পিউটার – এনিয়াক ১।
প্রোগ্রাম নিয়ন্ত্রিত প্রথম ইলেকট্রোমেক্যানিকাল কম্পিউটার – জেড থ্রি।
প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট কম্পিউটার – এডস্যাক।
বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদিত প্রথম ডিজিটাল বা ইলেক্ট্রনিক কম্পিউটার – ইউনিভ্যাক ১।
প্রথম বাণিজ্যিক ভাবে সফল সুপার কম্পিউটার – সিডিসি ৬৬০০।
প্রথম ইন্টিগ্রেটেড সার্কিট ভিত্তিক কম্পিউটার – বি২৫০০ এবং বি ৩৫০০।
প্রথম আইসি মাইক্রোচিপ ব্যবহার করে নির্মিত কম্পিউটার – আইবিএম সিস্টেম ৩৬০।
প্রথম মাইক্রো প্রসেসর ব্যবহৃত কম্পিউটার – এলটেয়ার ৮৮০।

কঠিন নামের সঠিক উচ্চারণ জানার চারটি ওয়েবসাইট

যদি এই বিষয়ে কেউ আগে কখনো  লিখে থাকেন এবং তাদের যদি কোন আপত্তি থাকে তাহলে কমেন্ট করে বলুন আমি এই ব্লগটা মুছে দিব ।।
আমি যখন  Arnold Schwarzenegger নামটা  প্রথমবার দেখেছিলাম  তখন নামের শেষের ভাগতা পরতে একটু আসুবিধা হয়েছিল ।। আসলে একটুনা ভালোই আসুবিধা হয়েছিলো ।
যাই হোক আমি মূর্খ মানুষ।। কিন্তু এটা না বলা  যায়না যে নামটা একটু হলেও আলাদা ।। উচ্চারণ করতে গেলে  ঠিক উচ্চারণ করাটা হয়তো একটু কঠিন।। যাই হোক কাজের
কথায় আসি... নেট ব্রাউস করতে করতে কিছু সাইট এর  খোজ পেলাম যেগুলো দিয়ে নামের সঠিক উচ্চারণ জানা যায় এবং বলতে শেখা যায় ।।সাইট গুলো হলল ঃ -

# Pronounce Names :

এই সাইটার বিশাল বড় নাম এর সংগ্রহ আছে ।। যেকোনো নামের জন্য আপনাকে শুধু নামটা লিখে  এনটার  চাপতে হবে ।  যদি কোন নাম খুজে না পান তাহলে সেই নামের জন্য রিকোয়েস্ট করতে পারেন বা আপনি নিজেও কোন শব্দ আপলোড করতে পারেন । 


2 #  Hear Names : 

এখানেও বিভিন্ন ধরনের নাম ব্রাউস করে দেখতে পারেন। এখানে বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের নাম তালিকাবদ্ধ্য ভাবে দেওয়া আছে । তবে এটা নাম খোজার ক্ষেত্রে আগেরটার মতন ততটা কার্যকর নাও হতে পারে।। কিন্তু আমার এই সাইট টা ভাল লেগেছে । 




3 # inogolo :

এই সাইটাতে নামের সাথে জাগার নামও পাওয়া যায় কিন্তু আপনাকে বানান ঠিক লিখতে হবে ।।

4 #  The Name Engine

এই সাইট টা বিখ্যাত লোকেদের নামের উচ্চারণ জানার জন্য তৈরি ।। ক্রীড়াবিদ, সেলিব্রিটি, রাজনীতিবিদ ইত্যাদি খ্যাঁত নামা লোকেদের নাম এটাতে ভাল পাওয়া যাবে । নিচের ছবিটিতে দেখতে পারছেন অনেক খেলার নামের অপশন দেওয়া আছে আপনি সেখানে ক্লিক করে দেখতে পারেন।। 

প্রনান্সিএসন এর জন্য আরও একটি সাইট আছে যেটা খুব কার্যকারী ।। সেটার ব্যাপারে আপানারা হয়তো আগে থেকেই জানেন ।। হ্যাঁ আমি    গুগল ট্রান্সলেট   এর কথা বলছি  ।। গুগলের এই টুলটা খুব শক্তিশালী একটা টুল ।। যা দিয়ে প্রায় সব কিছুই উচ্চারণ করানো যায়।।

স্টার গ্রুপের টিভি চ্যানেল এখন ইন্টারনেটে।

আমরা সবাই কম-বেশি টেলিভিশন দেখি। সময়ের ব্যস্ততার কারণে হয়ত এখন ঠিক মত টেলিভিশনের সামনেও সবার সুযোগ হয় না। আবার যতক্ষণই টিভি দেখি তার বেশির ভাগ সময়ই ইন্ডিয়ান টিভি চ্যানেল গুলো দেখি। বিভিন্ন জমকালো সিরিয়াল,সঙ্গীত প্রতিযোগিতা, বিভিন্ন রিয়েলিটি শো, কমেডি শো এগুলোই বেশি দেখা হয়।
STAR-LOGO
পছন্দের অনেক প্রোগ্রামই হয়ত সময়ের কারণে দেখা হয়ে উঠেনা। ইন্ডিয়ার জনপ্রিয় টিভি চ্যানেল গ্রুপ স্টার টিভি তাদের অফিসিয়াল ওয়েবসাইট লঞ্চ করেছে।
স্টার প্লেয়ারের মাধ্যমে ইন্টারনেটে স্টার প্লাস,স্টার ওয়ান, স্টার ওয়াল্ড, স্টার নিউজ, চ্যানেল ভি এই টিভি চ্যানেল গুলো দেখা যাবে।
star-plus.jpeg star-one.jpeg star-news.jpeg star-world.jpeg channel-v.jpeg
বর্তমানে এই সাইটে বিভিন্ন প্রোগ্রামের বিভিন্ন এপিসোড পাওয়া যাবে,কম্পানী এসমস্ত ভিডিও ওয়েবসাইটের আর্কাইভে আপলোড করবে। এই সাইটে আপনি স্টার প্লাস, স্টার ওয়ান, স্টার ওয়াল্ড, স্টার নিউজ,চ্যানেল ভি এই সমস্ত চ্যানেল গুলো পাবেন এবং ঐ চ্যানেলের জনপ্রিয় সব প্রোগ্রাম পাওয়া যাবে। আপনার ব্রাউজারের এড্রেসবারে startv.in লিখে এন্টার দিন। দেখুন সাইটি চালু হওয়ার সাথে সাথে স্টার গ্রুপের বিভিন্ন টিভি চ্যানেলের বিভিন্ন প্রোগ্রামের চার্ট দেখা যাচ্ছে।
1.jpg
Tv Channels অপশন থেকে আপনার পছন্দের টিভি চ্যানেল ক্লিক করুন।
tv-cha.jpg
এরপর আপনার পছন্দের বিভিন্ন প্রোগ্রাম দেখতে পারবেন। এরপর প্রোগ্রামে ক্লিক করার পর ঐ প্রোগ্রামের বিভিন্ন এপিসোড দেখতে পারবেন।
m.jpg
Category অপশন থেকে আপনি বিভিন্ন ক্যাটাগরির প্রোগ্রাম দেখতে পারবেন,যেমন-ডেইলি সোপ, রিয়েলিটি শো, নিউজ,ফ্লিম, লাইফ স্টাইল।
ca.jpg
t.jpg
AtoZ এই অপশন থেকে সকল প্রোগ্রামের একটি লিস্ট পাওয়া যাবে। যেখানে এ্যালফেবেটিকিলি প্রোগ্রাম পাওয়া যাবে।
l.jpg
এখন প্রোগ্রাম পছন্দ করুন আর দেখতে থাকুন আপনার পছন্দের প্রোগ্রাম।

মাত্র 2 MB সফ্টওয়্যার দিয়ে দেখুন ২৮ টি বাংলা চ্যানেল সহ ২২০+ টিভি চ্যানেল। সাথে ১৯ টি বাংলা রেডিও।

আমরা অনেকেই অনলাইনে টিভি দেখি। আবার কেউ রেডিও শুনি। আর এজন্য আমাদেরকে বিভিন্ন ওয়েব সাইট ব্যবহার করতে হয়। কিন্তু সমস্যা হল সকল পছন্দের চ্যানেল একই সাইটে পাওয়া যায় না। ফলে আমাদেরকে এক এক চ্যানেল দেখার জন্য  এক এক সাইটে যেতে হয়। যা বিরক্তিকর এবং যন্ত্রনাদায়কও বটে। আর তাই আজ আমি আপনাদেরকে একটি ফ্রী সফ্টওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দিব।

সফটওয়্যারটির নাম: iTV EXPRESS

সুবিধাসমুহ:
১। ২৮ টি বাংলা চ্যানেল ও ৯ টি ইসলামিক চ্যানেল সহ প্রায় ২২০ টির মত দেশী বিদেশী চ্যানেল দেখতে পারবেন। ২। ১৯ টি এফ.এম ও অনলাইন রেডিও শুনতে পারবেন। ৩। Discovery, Discovery Turbo, Nat Zeo, Nat Zeo Wild সহ বেশ কিছু ডকুমেন্টারী চ্যানেল দেখতে পারবেন। ৪। HBO, MGM, TELECINE, Warner, universal সহ অনেক Movie চ্যানেল দেখতে পারবেন। ৫। Star Cricket, Tensports, Espn usa, Espn India সহ অনেক Sports চ্যানেল দেখতে পারবেন। ৬। AlJazeera, CNN, CSPAN, NDTV সহ বেশ কিছু Newsচ্যানেল দেখতে পারবেন। ৭।Cartoon Newwork, Disney, Nick সহ চল্লিশটিরও বেশী কিডস চ্যানেল দেখতে পারবেন। ৮।Star Plus, Sony, Star Gold, Zee Cinema সহ বেশ কিছু ইন্ডিয়ান চ্যানেল দেখতে পারবেন। ৯। Ary, AryNews, PTV HOME, qtv সহ কিছু পাকিস্তানি চ্যানেল দেখতে পারবেন। ১০। Food Network, CW, Star Movies, Bravo, Fox, CBS সহ অনেক USAচ্যানেল দেখতে পারবেন। ১১। Also see Brazil and Italy Tv Channel. ব্যবহার: মেনু থেকে আপনার পছন্দের চ্যানেলটিতে কিøক করুন। চ্যানেল লোড হতে ৩০ সেকেন্ড থেকে ২ মিনিট লাগবে। সমস্যাসমুহ: কিছু চ্যানেল লোড হওয়ার সময় ভিডিও এর ওপর অ্যাড আসে। তবে এগুলো ১৫ সেকেন্ড থেকে ১ মিনিটের মধ্যে স¦য়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। কিন্তু Full Screen এ দেখলে অ্যাড এর ঝামেলা নেই।(Video-RightClick-Toggle FullScreen) কিছু কিছু বাংলা চ্যানেল দেখার সময় ভিডিও ফ্রেম পুর্ণাঙ্গভাবে দেখা যায় না। সেক্ষেত্রে ভিডিওটির ওপর Right Click করে "Toogle FullScreen" অপশানে কিøক করতে হবে। অথবা সফটওয়্যারটি বন্ধ করে পুনরায় চালু করতে হবে। তবে অন্য সকল চ্যানেল দেখতে তেমন কোন সমস্যা হয় না। ডাউনলোড লিংক: Click Here For Download(MediaFire Link) বি:দ্র: Software টি Windows ৭ এবং ৮ এ সরাসরি ইন্সটল করতে পারবেন। (তবে XP এর জন্য dot net ২.০ ইন্সটল করতে হবে।) সবাইকে ধন্যবাদ কষ্ট করে পোষ্টটি পড়ার জন্য।

ইংলিশে কথা বলার 200 rules সংবলিত চমৎকার একটি বাংলা ই-বুক। সংগ্রহে রাখতে পারেন (5 MB-Mediafire)

English একটি International Language. আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে এই ভাষার গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে।
কিন্তু দুঃখের বিষয় আমাদের মধ্যে খুব ভাল ইংলিশ জানি এমন ব্যক্তি হাতে গোনা যাবে।
তাই আমাদের জন্য প্রয়োজন বেশি বেশি অনুশীলন।

ইংলিশে কথা বলার কিছু Common rules নিয়ে রচিত একটি বই আপনাদের সাথে শেয়ার করছি।
বইটি Computer-এর জন্যঃ
বইটি Mobile-এর জন্যঃ
**বইটি আমার রচিত নয়। বইটি ইন্টারনেট থেকে সংগৃহীত। আমার ভাল লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম।

১৩৫০+ টিভি চ্যানেল দেখুন মাএ ৩.৭ মেগাবাইটের একটি সফটওয়ার দিয়ে।

আজকে আমি দারুন এবং কার্যকারী সফটওয়ারের খবর পেয়েছি।সফটওয়ারটি দ্বারা আপনি সারা বিশ্বের ১৪০৩ টির মত চ্যানেল দেখতে পারবেন।সাথে আবার অনেক রেডিও চ্যানেল ও ।


আপনি সফটওয়ারটির দ্বারা যে কোন দেশের চ্যানেল দেখতে পারবেন।আপনি দেশ ভিওিক চ্যানেল সার্চ দিয়ে দেখতে পারবেন।ধরুন আপনি যদি বাংলাদেশের চ্যানেল দেখতে চান তাহলে সফটওয়ারটি ওপেন করে এশিয়া মহাদেশ সিলেক্ট করে তারপর সেখান থেকে বাংলাদেশ সিলেক্ট করলে বাংলাদেশী চ্যানেল গুলোর লিস্ট চলে আসবেন।তখন আপনি যে চ্যানেল দেখতে চান তাই দেখতে পারবেন।এভাবে করে আপনি বিশ্বের যে কোন দেশের যে কোন চ্যানেল দেখতে পারবেন।সফটওয়ারটির ফাংশান গুলুও খুব সহজ আছে আপনি নিজে নিজে খুব সহজে পারবেন।সফটওয়ারটি্তে কোন ঝামেলা নেই কারন আমি নিজে ব্যাবহার করে ভাল লেগেছে দেখে তারপর আপনাদের সাথে শেয়ার করলাম।আর আপনাদেরকে খুব সহজে সফটওয়ারটির ডাউনলোড ব্যাবস্থা করে দিয়েছি।একেবারে ডাইরেক্ট লিংক দিয়ে দিলাম যাতে আপনাদের কোন ঝামেলা না হয়।আর উপরে একটি স্ক্রিনশর্ট ও দিয়ে দিলাম আপনাদের জন্য।

Google Play Store থেকে পিসিতে Android Apps নামাতে পারেন না ? আমি শিখিয়ে দিচ্ছি (Great Tune but Simple Trick !!)

অনেক ভাই Apps নামাতে পারেন না ।
তাদের কথা চিন্তা করেই এই টিউনটি করতে বসলাম ।
তো কাজ শুরু করি...
প্রথমে এখান থেকে Real APK Leecher নামিয়ে নিন...
এবার সফটওয়্যারটি Install করে নিন ।
এমন একটা জিনিস আসবে...
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiuSNHp9yEtsmSVhtBkK0BamGx46NDHWvUfPGpdSxRmJK98yLUM-dEQKF_p6rhySlXIa0BWWzSTZdkF2dWOyXXd5Xs5cnv0MU4fOlt2IDDXTICl4mh_HiBK1HMO-DsdU78gLqJK1_kRTLo/s1600/d.png
আপনার Gmail Account দিন । Password দিন ।
Android Device ID তে কি দিবেন ???
হ্যাঁ, আপনাকে *#*#8255#*#*  তে ডায়াল করতে হবে । তারপর এমন আসবে...
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2yIPeY3iERAQnyJzcBQwMY1P_vNh010cuoOtByp8fqVoxx2JrU2OAl6FrJV19tkcXL3Mc1swazXxxtMAXAZirPQ03-AS_O3UXwN7KkP-dldo0obLlMV-50SUpmlGJkh3cJzFNcFVLmeAB/s320/android-device-id.png
লাল চিহ্নিত কোডটি-ই আপনার Android Device ID
এরপর Login করুন ...  আর ইচ্ছামত ডাউনলোড করুন ...... ......
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDY0HetSOOfBNvQwgTfHGmVIr40DBu5D3NQ1ilCs8SA0eFK6Q33xrmj6V00_1BevlZprb3yjRpH77kn3ogjb6dduIAffwmBy6sp8bq68fUIi9MYG8mZokWcaILzscyqvztN60zlBpiNLA/s1600/fddf.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXFeB6WQK5DG5em1ZBrb22BpU1SL45rCKSN_2NN0Mr0wIP1bHnK5WkgA4Co_Cd8zS7uUq6N-T01OOkVCkMuM9CMIAL1OJfQtBIJ6l1HMShjdMzKmP-hZtx-9Acq14zSo_j9P_60spDOs0/s1600/sd.jpg
এই হল আমার ট্রিক ।

কিছু পরামর্শঃ

==> এই কাজের জন্য নতুন Gmail Account খুলে নিন । এতে আপনি নিরাপদে থাকবেন ।
==> পিসিতে Java ইন্সটল থাকতে হবে ।
==> "lib" ফোল্ডার ডিলিট করবেন না...

==> সবার ক্ষেত্রে এই পদ্ধতি কাজ নাও করতে পারে । সেক্ষেত্রে এই পদ্ধতি অবশ্যই কাজ করবে ( ইন-শা-আল্লাহ )

MOBILE দ্বারা YOUTUBE থেকে ভিডিও DOWNLOAD করুন





আমরা অনেকে MOBILE দ্বারা YOUTUBE থেকে ভিডিও DOWNLOAD করার জন্য vuclip.com অথবা tubidy.com ব্যবহার করি ।
কিন্তু লক্ষ্য করলে দেখা যায় ভিডিও গুলো LOW QUALITY এবং 3GP । কিন্তু আজ আপনাদের সাথে এমন একটি WEB ADDRESS শেয়ার করবো যার দ্বারা আপনি MP4 ভিডিও ছাড়াও নিম্নলিখিত ভিডিও download করতে পারবেন :
-Download as MP3, Audio,56Kbps Mono
-Download as MP3 HQ, Audio, 128Kbps Stereo
-Download as 3GP Low, Mobile Video 176x144
-Download as 3GP, Mobile Video 176x144
-Download as 3GP HQ, Mobile Video 176x144
-Download as 3GP HQ, Mobile Video 320x240
-Download as MP4 HQ, HD 640x360
ভিডিও DOWNLOAD করতে প্রবেশ করুন http//:www.videos.yaaya.mobi

PC থেকে Mobile-এ কল করুন দিনরাত ২৪ ঘণ্টা আনলিমিটেড___একদম ফ্রী !!!

সালাম ও শুভেচ্ছা নিবেন ।
পিসি থেকে মোবাইলে ফ্রী কল করার ব্যাপারে এটাই আমার প্রথম টিউন । তাই ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ।
প্রথমে call2freinds.com এ ঢুকুন ।
এমন উইন্ডো আসবে...
আপনার Adobe Flash Player থাকা লাগবে । না থাকলে নিয়ে নিন... Download
==> প্রথমে আপনি যেই নম্বরে ফোন করবেন, তা লিখুন ( country code সহ )
==> adobe flash player settings-এ allow তে টিকচিহ্ন দিন । এরপর close করুন ।
==> এরপর Call Button- এ ক্লিক করুন । আপনার কল পৌঁছে যাবে...

এর দ্বারাঃ

==> দৈনিক ৫০ সেকেন্ড কল করা যায় ।
==> Unlimited কথা বলতে IP Address Hide করতে পারেন । এর জন্য এই add-on টি ভাল ।

পূর্বে এই টিউন করা হয়ে থাকলে, আমি দুঃখিত ।

Saturday, August 24, 2013

Camera ZOOM FX ডাউনলোড ও রিভিউ

এন্ড্রয়েড ফোন ব্যবহারকারিদের কাসে ক্যামেরা জুম এফ এক্স একটি অতি পরিচিত অ্যাপ। এই অ্যাপ ব্যবহার করে আপনি আপনার এন্ড্রয়েড ফটোগ্রাফিতে যোগ করতে পারেন এক নতুন মাত্রা। এতে রয়েছে ২০ টির ও অধিক নতুন ফিচার যা বদলে দিবে আপনার ছবি তোলার অভিজ্ঞতা। এতে রয়েছে ১০ টি ফটো প্রিসেট, লোমো, সিনেমাটিক এবং পেন্সিল স্কেচ এর মত ২০ টি কালার  এফ এক্স,১৫ টি ফ্রেম,৯ টি মিররর এফ এক্স এবং আরও অনেক এফেক্ট। এই অ্যাপ দিয়ে আপনি যে সকল ফিচার উপভোগ করতে পারবেন তা হল…
* অপ্টিকাল/ ডিজিটাল জুম
*অনেক দ্রুত ছবি তোলা যাবে- প্রতি সেকেন্ড এ ১০ টি শট
* হার্ডওয়্যার বাটন কাস্টমাইজ করা যাবে
*অটোফোকাস, হোয়াইট ব্যালেন্স, নাইট শট ইত্ত্যাদি পরিবর্তন
*ফেসবুক, টুইটার এ ফটো শেয়াররিং
*ভয়েস কমান্ড দিয়ে ফটো তোলা
* ফটোর ব্রাইটনেস, কন্ত্রাস্ত,এক্সপোসার লেভেল সেট করা

OfficeSuite Pro 7 (PDF & HD) রিভিউ & ডাউনলোড !!!

মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট বা এক্সেল এর যে কত প্রয়োজনীয় তা আমরা সবাই জানি। আমাদের ব্যস্ত লাইফে প্রায়ই আমাদেরকে নানা ডকুমেন্ট এবং প্রেজেন্টেশন তৈরি করতে হয়। কিন্তু কোন ওয়ার্ড ফাইল কিংবা প্রেজেন্টেশন দেখার জন্য কম্পিউটার থাকা আবশ্যাক। কিংবা কোন ই বুক পড়তে হলেও পিসি লাগে। প্রয়োজনীয় মুহূর্তে  যদি আপনাকে কোন ডকুমেন্ট বা প্রেজেন্টেশন তৈরি করতে হয় এবং আপনার হাতের কাছে পিসি না থাকে তাহলেই বিপদ। কিন্তু আপনার কাছে যদি একটি স্মার্টফোন থাকে তাহলে সহজেই আপনি এই বিপদ থেকে মুক্তি পেতে পারেন।  OfficeSuite Pro ব্যবহার করে আপনি খুব সহজেই ডকুমেন্ট এবং প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন।
 
ফিচারঃ
১) নতুন ও আকর্ষণীয় ইউজার ইন্টারফেস
২) এসডি কার্ড ও ক্লাউড স্টোরেজ থেকে ফাইল সিলেকশানের সুবিধা
৩)  MS Word এর মতই ইন্টারফেস এবং ফিচারস
৪) ফরম্যাট পেইন্টার
৫) স্প্রেডশিট তৈরি করার সুবিধা
৬) PDF ফাইল পড়ার সুবিধা , ফাইল যত বড়ই হোকনা কেন
৭) যেসকল ফাইল ফরম্যাট সাপোর্ট আছেঃ
টেক্সট ফরম্যাটঃ DOC, DOCX, DOCM, RTF, TXT, LOG
স্প্রেডশীটঃ  XLS, XLSX, XLSM, CSV
প্রেজেন্টেশনঃ  PPT, PPTX, PPS, PPSX, PPTM, PPSM
অন্যান্যঃ PDF, EML, ZIP
৮) সাইড বারের সাহায্যে খুব দ্রুত নেভিগেশন করা যায়
৯) দুই আঙ্গুল দ্বারা জুম করার সুবিধা , মাল্টি টাচ , পপ  আপ মেনু
১০) আরো আছে নানা রকম দারুন ও কাজের সব এক্সটেনশন। যেমনঃ
QuickSpell: যা আপনার টাইপিং কে করবে আরো নির্ভুল
Font Pack: MS Office এর ফন্ট গুলো এখন মোবাইলেও ব্যাবহার করতে পারেন এই এক্সটেনশনের মাধ্যমে

Developer: Mobisystems
Rating: 4.3/5
Price: $14.99
OfficeSuite Pro 7 (PDF & HD)

Air Call Accept: এবার টাচ না করেই কল রিসিভ করুন !!

Air Call Accept: এবার টাচ না করেই কল রিসিভ করুন !!

কেমন আছেন ড্রয়েড বন্ধুরা ? আশা করি সবার ঈদ ভাল কেটেছে। ঈদের পর নতুন একটি অ্যাপ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। এর আগে বিডি ড্রয়েড সাইটে Smart Screen On নামে একটি অ্যাপ শেয়ার করেছিলাম। অনেকেই এই অ্যাপ টি ব্যবহার করেছেন। আবার অনেকেই সঠিকভাবে এটি ব্যবহার করতে পারে নাই। যাই হোক আজ আপনাদের সাথে একই ধরনের নতুন যে অ্যাপ টি শেয়ার করছি তার নাম Air call accept. নাম শুনে নিশ্চয়ই অ্যাপ টির কাজ বুঝতে পারছেন ! হ্যাঁ বন্ধুরা এই অ্যাপ টি দিয়ে আপনি মোবাইল স্ক্রীনে কোন প্রকার টাচ না করেই কল রিসিভ করতে পারবেন। কল রিসিভ করা জন্য এই অ্যাপ টি আপনার স্মার্টফোনের প্রক্সিমিটি সেন্সর ব্যবহার করবে। যার ফলে কল আসার সাথে সাথে আপনি আপনার ফোনের ফোনের প্রক্সিমিটি সেন্সরের উপর হাত নাড়ালেই অথবা কল আসার পর আপনি ফোন কানে লাগালেই অটোম্যাটিক কল রিসিভ হয়ে যাবে। আবার আপনি যদি সেটিংস এ যেয়ে কল রিজেক্ট সিলেক্ট করেন তাহলে কল আসার পর হাত নাড়ালেই কল রিজেক্ট হয়ে যাবে।
    
অ্যাপ ফিচারঃ 
১) কল রিসিভ
২) কল রিজেক্ট
৩) কল রিসিভ করার সময় স্পিকার অন রাখার অপশন
৪) এসএমএস পাঠিয়ে কল রিজেক্ট করার অপশন
ডেভেলপারঃ 
necta.us
প্লে স্টোর প্রাইসঃ 
2.06 $
ডাউনলোডঃ 
Air Call Accept

iOS 7 লুক দিন আপনার স্মার্টফোনে !!!

যান্ড্রয়েড স্মার্টফোনের অন্যতম বৈশিষ্ট্য হল কাস্টমাইজেশন। আর এই কাস্টমাইজেশনের জন্যই অ্যান্ড্রয়েডের এত জনপ্রিয়তা। স্মার্টফোন কাস্টমাইজ করার জন্য রয়েছে বিভিন্ন লাঞ্ছার, আইকন প্যাক, লাইভ ওয়ালপেপার, উইজেট এবং আরও অনেক কিছু। আর বিভিন্ন লাঞ্ছার জন্য রয়েছে বিভিন্নথিম।  থিম না ইউজ করলে লাঞ্ছার ইউজ করাই বৃথা। তাই আপনার স্মার্টফোনের লুক টা একটু বদলে দেয়ার জন্য আজ শেয়ার করছি নতুন একটি থিম যার নাম Ios7 Flat।

Ios7 Flat ফিচারঃ

১) ৭৫০ টিরও বেশি অ্যাপ এর জন্য আইকন
২) অ্যাপ ড্রয়ার থেকেই থিম এপ্লাই করা ও ওয়ালপেপার চেঞ্জ ক রার সুবিধা
৩) মাল্টি লঞ্চার সাপোর্ট
৪) সাপোরটেড লঞ্চারঃ nova , apex, adw, action launchers , go launcher
৫) ৫ টি হাই কোয়ালিটি ওয়ালপেপার
৬) প্রতি মাসে ও সপ্তাহে আইকন আপডেট

ফিচারঃ ( ইনবিল্ট অ্যাপ)
১) ওয়ালপেপার পিকার
২) কন্ট্যাক্ট মি
৩) আইকন এর জন্য রিকোয়েস্ট

ডাউনলোড লিঙ্কঃ

Chennai_Express__(2013)_Movie All Video Song 720p HD


Chennai_Express__(2013)_Movie All Video Song 720p HD


Zoom in (real dimensions: 700 x 1116)Image


Zoom in (real dimensions: 600 x 800)Image



1 2 3 4 - Full Video Song - Chennai Expres (2013) Movie - Shahrukh Khan, Deepika Padukone
Chennai Express Song - 1 2 3 4... Get on the Dance Floor - Shah Rukh Khan & Priyamani
One Two Three Four - Full Video Song - Chennai Expres (2013) Movie - Shahrukh Khan, Deepika Padukone


shahrukh,khan,deepika,padukone,chennai,e­xpress,title,full,song,2013,IPL,promo,tr­ailer,teaser,title track,exclusive,new,bollywood,upcoming,m­ovies,hindi,item,HD,music video,ranbir,kapoor,yeh,jawani,hai,deewa­ni,go,goa,gone,woolwich,atttack,london,S­RK,king khan,back,rohit shetty,action film,bollywood 2013,ghagra full song,madhori dixit,aashiqui 2,tum hi ho,HD 1080


Shahrukh Khan,Deepika Padukone,Chennai Express,2013,One Tow Three Four,Full Videlo Song,HD,1080p,Shahrukh,Khan,Deepika,Padu­kone,Chennai,Express,Song,One,Tow,Three,­Four,New,Item,Songs,1 2 3 4,Chennai Express Songs,Chennai express Full Songs,Chennai Express Jukebox,Chennai Express Music Video,Chennai Express Full Movie,Chennai Express Hindi Movie,Chennai Express Trailer,Rohit Shetty,Film,Chennai Express Latest,Deepika Padukone New Movie 2013,Shahrukh Khan New Movie 2013,Chennai Express 2013 Film


Song: ONE TWO THREE FOUR (GET ON THE DANCE FLOOR)
Singer: VISHAL DADLANI, HAMSIKA IYER, TAMIL RAP : SRICHARAN KASTURIRANGAN
Music: VISHAL-SHEKHAR
Lyrics: AMITABH BHATTACHARYA
Music on T-SERIES

Song: TITLI
Singer: CHINMAYI SRIPAADA, GOPI SUNDER
Music: VISHAL-SHEKHAR
Lyrics: AMITABH BHATTACHARYA, TAMIL LYRICS : CHARULATHA MANI, MADHUMITHA MANI
Music on T-SERIES

Song: TERA RASTAA CHHODOON NA
Singer: AMITABH BHATTACHARYA, ANUSHA MANI
Music: VISHAL-SHEKHAR
Lyrics: AMITABH BHATTACHARYA
Music on T-SERIES

Song: KASHMIR MAIN, TU KANYAKUMARI
Singer: SUNIDHI CHAUHAN, ARIJIT SINGH, NEETI MOHAN
Music: VISHAL-SHEKHAR
Lyrics: AMITABH BHATTACHARYA
Music on T-SERIES

Lungi Dance, Lungi Dance, Lungi dance, Lungi dance
Kon Mujhsa hai Kon
Oh Babay yes I am A Don
Nahi milega Mujhsa Go Find It!



Star Trek Into Darkness (2013) DVDRip 545MB

Star Trek Into Darkness (2013) DVDRip 545MB


Image

iNFORMATiON
Plot: When the crew of the Enterprise is called back home, they find an unstoppable force of terror from within their own organization has detonated the fleet and everything it stands for, leaving our world in a state of crisis. With a personal score to settle, Captain Kirk leads a manhunt to a war-zone world to capture a one man weapon of mass destruction. As our heroes are propelled into an epic chess game of life and death, love will be challenged, friendships will be torn apart, and sacrifices must be made for the only family Kirk has left: his crew.

IMDb: http://www.imdb.com/title/tt1408101/
Release Date: 16 May 2013 (USA)
Genre: Action | Adventure | Sci-Fi
IMDB Rating: 8.1/10 from 147,231 users
Director: J.J. Abrams
Writers: Roberto Orci, Alex Kurtzman
Stars: Chris Pine, Zachary Quinto, Zoe Saldana

File: Star.Trek.Into.Darkness.2013.DVDRip.545MB_M.A bdtechview.blogspot.com.mkv
Size: 572334597 bytes (545.82 MiB), duration: 02:12:04, avg.bitrate: 578 kb/s
Audio: aac, 48000 Hz, stereo
Video: h264, yuv420p, 720x304, 23.98 fps(r)
Language: English
Source: DVDRip AC3 XviD-PTpOWeR
Encoded by Manjure Alahi
Doridro Entertainment Team [DET]
...


MOViE TRAiLER


SCREENSHOT
Zoom in (real dimensions: 1024 x 927)Image

SAMPLE
Code: Select all
http://uploadboy.com/evtxj9m2rjgm.html
P.S. - Video is of Variable Bitrate, so bitrate may differ


DOWNLOAD LiNKS
Arabloads
http://q.gs/4jeYk

ShareBlue
http://q.gs/4jeYo

Hugefiles
http://q.gs/4jeYp

Filepardox
http://q.gs/4jeYj

RapidfileShare
http://q.gs/4jeYn

nOsUpload
http://q.gs/4jeYl

Putlocker
http://q.gs/4jeYm

Hindi Movie- Bajatey Raho (2013) WEBRip 400MB MKV

Bajatey Raho (2013) WEBRip 400MB MKV


Zoom in (real dimensions: 499 x 720)Image

Image

File: bajateraho40.BDTECHVIEW.mkv

Size: 422316424 bytes (402.75 MiB), duration: 01:45:03, avg.bitrate: 536 kb/s

Audio: aac, 32000 Hz, mono

Video: h264, yuv420p, 640x272, 24.00 fps(r) (eng)


Image

Zoom in (real dimensions: 1024 x 956)Image

Image
....................................................
Arabloads:
http://d6a3fd49.linkbucks.com

Putlocker:
http://66ebe59e.linkbucks.com

Rapidfileshare:
http://11f473bc.linkbucks.com