Pages

Thursday, August 22, 2013

গেমস জোন :: কিছু হাইলি কমপ্রেস গেমস

ফেসবুকে এইরকম মেসেজ অনেক পাই বটে। তবে লিংক গুলো খুঁজে বের করার পর প্রথমে নিজে ডাউনলোড করি তারপর দেখি যে আসলেই কাজের কিনা। তবে দুঃখের বিষয় যে, নেটে যত হাইলি কমপ্রেস গেমস এর লিংক পেয়েছি তাদের মধ্যে যেগুলো .kgb ফরম্যাটে কমপ্রেস করা হয়েছে সেগুলিই কাজ করেছে পরে। যদিও  KGB ফরম্যাটের ফাইলগুলো ডি-কমপ্রেস করা খুবই সময় সাপেক্ষ ব্যাপার।
হাই! নিয়ে এলাম কিছু হাইলি কমপ্রেস গেমস এর লিংক। মনে রাখবে, এইলিংক অথবা এই সমস্ত ফাইলগুলো আমার নয় তাই ফাইল নষ্ট কিংবা পাসওর্য়াড জাতীয় সমস্যার জন্য আমি দায়ী থাকবো না।
প্রথমে KGB সফটওয়্যারটি ডাউনলোড করে নাও:

PES 2010

ফুটবল গেম ফিফার অন্যতম প্রতিদন্ধি প্রো ইভোলূশন সকার এর ২০১০ সালের গেম এটি। হাইলি কমপ্রেস করা হয়েছে মাত্র ১০ এবং ২৫ মেগাবাইটে।
ডাউনলোড লিংক:

PES 2011 (10MB)

ফুটবল গেম ফিফার অন্যতম প্রতিদন্ধি প্রো ইভোলূশন সকার এর ২০১১ সালের গেম এটি। হাইলি কমপ্রেস করা হয়েছে মাত্র ১০ মেগাবাইটে।

NFS Carbon (2MB)

দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় রেসিং গেম নিড ফর স্পিড এর ২০০৬ সালের গেম এটি। কমপ্রেস করা হয়েছে মাত্র ২ মেগায়!!
http://hotfile(dot)com/dl/200414689/5eb478a/NFS_Carbon_HIGHLY_COMPRESSED_TO_1MB.rar

NFS Most Wanted (7MB)


বাংলাদেশে নিড ফর স্পিড এর সবচেয়ে জনপ্রিয় সংস্করণ ২০০৫ সালের মোষ্ট ওয়ান্টেড! কমপ্রেস করা হয়েছে মাত্র ৭ মেগাবাইটে!

Iron Man (150MB)


২০০৮ সালের আইরন ম্যান ছায়াছবির উপর নির্মিত একটি গেম এটি। কমপ্রেস করা হয়েছে ১৫০ মেগাবাইটে।

Half Life 2 (40MB)


Transformar (200MB)


Hitman Blood Money (271MB)


Manhunt (190MB)


or

Toy Story 2 (40MB)


Spiderman 2 (90MB)


গেমস জোনে শুরু করছি সাপ্তাহিক গেমস ডাউনলোড নিয়ে নতুন বিভাগ। প্রতি সপ্তাহের নতুন নতুন সব গেমস নিয়ে থাকবে সেই পর্বটি। আশা করবো তোমাদের ভালই লাগবে। তবে নিত্যদিন কার নতুন নতুন সব গেমস এবং আরো বেশ কিছু কমপ্রেস গেমস আর গেমস নিয়ে আড্ডার জন্য চলে আসো গেমস জোনের ফেসবুক পেজে:

 www.facebook.com/games.zone.bd

0 comments:

Post a Comment