Pages

Tuesday, August 27, 2013

কম্পিউটার সম্পর্কিত প্রথম কিছু কথা

কম্পিউটারের জনক – চার্লস ব্যাবেজ।
আধুনিক কম্পিউটারের জনক – জন ভন নিউম্য।
মাইক্রোকম্পিটারের জনক – হেনরি এডওয়ার্ড রবার্ট।
প্রথম ইলেকট্রনিক কম্পিউটার – মার্ক ১।
বাইনারি ভিত্তিক প্রথম ইলেকট্রনিক কম্পিউটার – এবিসি।
প্রথম পূর্ণাঙ্গ ইলেক্ট্রনিক কম্পিউটার – এনিয়াক ১।
প্রোগ্রাম নিয়ন্ত্রিত প্রথম ইলেকট্রোমেক্যানিকাল কম্পিউটার – জেড থ্রি।
প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট কম্পিউটার – এডস্যাক।
বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদিত প্রথম ডিজিটাল বা ইলেক্ট্রনিক কম্পিউটার – ইউনিভ্যাক ১।
প্রথম বাণিজ্যিক ভাবে সফল সুপার কম্পিউটার – সিডিসি ৬৬০০।
প্রথম ইন্টিগ্রেটেড সার্কিট ভিত্তিক কম্পিউটার – বি২৫০০ এবং বি ৩৫০০।
প্রথম আইসি মাইক্রোচিপ ব্যবহার করে নির্মিত কম্পিউটার – আইবিএম সিস্টেম ৩৬০।
প্রথম মাইক্রো প্রসেসর ব্যবহৃত কম্পিউটার – এলটেয়ার ৮৮০।

0 comments:

Post a Comment